| |
               

মূল পাতা জাতীয় পৌষের শীতে কাঁপছে সমগ্র দেশ


পৌষের শীতে কাঁপছে সমগ্র দেশ


রহমত নিউজ     02 January, 2025     12:51 PM    


পৌষের শীতে কাঁপছে সমগ্র দেশ। উত্তরাঞ্চলে শীতের দাপটে জবুথবু জনজীবন। খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্য প্রবাহ। ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ-কর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধরোগীর সংখ্যা। 

টানা ৪র্থ দিনের মত শৈতপ্রবাহ চলছে হিমালয়ের পাদদেশ ঠাকুরগাঁওয়ে। হিমেল বাতাস, কনকনে ঠান্ডা, কুয়াশায় ঢেকে আছে গোটা শহর ও গ্রামগুলো। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের, শীতের তীব্রতায় নাকাল পশু পাখী। সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে। জয়পুরহাটে তিনদিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর অন্ধকারে ঢাকা গোটা জেলার পথঘাট আর ফসলি জমি। অন্ধকারে ঢেকে গেছে। দিনমজুর আর কৃষকরা মাঠে বোরো ধানের বীজতলাসহ বিভিন্ন সবজির জমিতে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগে রয়েছে। তীব্র শীতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে গত ৩ দিনে  ১৫০ জন রোগী ভর্তি হয়েছে। এদের  অধিকাংশই শিশু ও বৃদ্ধ। এদিকে, শীতার্ত মানুষের জন্য দ্রুত কম্বল বিতরণের দাবি জেলার মানুষের। এবার সরকারী  ও বেসরকারি ভাবে কম্বল বিতরণ চোখে পড়ছে না। 

পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। দুদিন ধরে সকাল থেকে সূর্যের দেখা নেই। হাড় কাঁপানো শীতে বিপাকে খেটে খাওয়া দিনমজুর ও কৃষক। জেলায় সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। 

এদিকে, তীব্র শীতে কাবু হয়ে পড়েছে নাটোরের মানুষ। দিন ভর কনকনে বাতাস বইতে থাকায় সবচেয়ে কষ্টে আছে ছিন্নমুল ও নিম্নআয়ের মানুষগুলো। সন্ধ্যা হতেই শীতের পারদ আরো নামতে থাকে। গরম কাপড়ের অভাবে অসহায় দিনযাপন তাদের।